এলনিউজ২৪ডটকম: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে লোহাগাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী।
৯ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত, মানববন্ধন ও র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পুষ্পেন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আসাদ উল্যাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা কাজী নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সদস্য সচিব মাষ্টার মাহাবুবর রহমান, স্বপ্না দেবী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। পাশাপাশি সরকারী প্রতিটি দপ্তরে যাতে গ্রাহক কোনভাবে দুর্নীতি বা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।