ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রামুতে চলন্ত বাস উল্টে নিহত ২ আহত ৪০

রামুতে চলন্ত বাস উল্টে নিহত ২ আহত ৪০

accident-bus-b20161211190606

নিউজ ডেক্স : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগর গ্যারেজ এলাকায় চলন্ত বাস উল্টে গিয়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৪০ জন আহত হয়েছেন।

রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব’র বাসিন্দা কাশেম (৪২) ও চকরিয়া উপজেলার পূর্বভেওলার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০)। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে, জামাল উদ্দিন (৭০) জালাল (২৭), সাকিব (১৪), ছাবের আহমদ (৩৫), জান্নাতুল মাওয়া (৫ মাস) মনির আলম (৩৬), রিয়াজি মোস্তফা (৪), আবদুল আলীম (৩০), সুমন (৩৬), নুরুল আমিন (৬০), আবুল হোসেন (৫০), উম্মেকুলসুম (৮), আবদুল হাকিম (২২), উম্মে হাবিবা (৪), মুবিনুল হক (৪৮), ছৈয়দ উল­াহ (৩২), রেজাউল কাদের (২৫), তসলিম (৩৫), উত্তম মলি­ক (২২), মেহেদী হাসান (১৮), মোহাম্মদ শোয়াইব (২১)’র নাম পাওয়া গেছে। বাকিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শতাধিক বাস আটকা পড়ে। এতে চরম যানজটের সৃষ্টি হয়। দমকল বাহিনী, পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা উদ্ধার অভিযানে যোগদিয়ে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টাপর সড়কে স্বাভাবিকতা ফিরিয়ে আনে।

রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক আজাদ বলেন, বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত প্রায় ৩০ জনকে কক্সবাজার হাসপাতালে আনা হয়। এদের মাঝে দুজন হাসপাতালে পৌছার আগেই মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।

ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেবাশীষ সরকার জানান, অকল্পনীয়ভাবে চলন্ত বাস উল্টে গিয়ে সব যাত্রী ভেতরে আটকা পড়ার খবর পেয়ে ঈদগাঁও থেকে উপ-পরির্দশক (এএসআই) পিয়ারু ইসলামের নেতৃত্বে দ্রুত ফোর্স পাঠানো হয়। বেশ কয়েকজন আহত নারী-পুরুষকে ঈদগাঁও ও চকরিয়ার হাসপাতালে নেয়া হয়।

দমকল বাহিনী কক্সবাজার স্টেশন ইনচার্জ আবদুল মজিদ জানান, বিজিবি-সেনাবাহিনী ও অন্যদের সহযোগিতায় অনেক চেষ্টারপর বেলা ৫টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটি সরানো সম্ভব হয়। এখনো পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!