Home | দেশ-বিদেশের সংবাদ | মোস্তফা গ্রুপের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ১ মাসেও তামিল হয়নি

মোস্তফা গ্রুপের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ১ মাসেও তামিল হয়নি

221

নিউজ ডেক্স : দুই দফায় পুনঃতফসিলের সুযোগ দেয়ার পরও ১৪ কোটি টাকা ঋণ পরিশোধ না করায় চট্টগ্রামের বৃহৎ শিল্প গ্রুপ মোস্তফা গ্রুপের মালিক হেফাজতুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। ১৪ মার্চ ঢাকা জেলার অর্থঋণ আদালত নম্বর-২ এর বিচারক এ পরোয়ান জারি করেন। তা সিএমপির কোতোয়ালি থানায় পাঠানোর এক মাস পরও সেই পরোয়ানা পুলিশ তামিল করেনি বলে অভিযোগ আছে। হেফাজতুর রহমানের পিতার নাম মৃত মোস্তাফিজুর রহমান। ঠিকানা : এম রহমান চেম্বার ২৭৮ খাতুনগঞ্জ।

এদিকে গ্রেফতারি পরোয়ানা তামিল না করা প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন সোমবার বলেন, হেফাজতুর রহমানের বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট পেন্ডিং আছে। তবে খাতুনগঞ্জের যে ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে ওই ঠিকানায় তিনি এখন বসবাস করেন না। তাছাড়া যে মামলায় পরোয়ানা জারি আছে ওই মামলায় হেফাজতুর রহমান উচ্চ আদালত থেকে জামিনে আছেন বলে তাকে জানানো হয়েছে। তবে জামিনের কাগজপত্র থানায় এসে না পৌঁছায় ওয়ারেন্ট রিকল হয়নি বা ফেরত যায়নি।

সূত্র : দৈনিক যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!