Home | দেশ-বিদেশের সংবাদ | মিসরে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

মিসরে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স : মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আসিউতে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আফ্রিকা নিউজ।

আসিউতের গভর্নর এসাম সাদ এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানী কায়রো থেকে আসছিলো বাসটি। বাসটি ছিল দ্রুতগামী। পথে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর হঠাৎ উল্টে যায় বাসটি। এ সময় দ্রুতগতির ট্রাকটি বাসে ধাক্কা দেয়। সংঘর্ষে বাস-ট্রাক দুটোতেই আগুন ধরে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়াওম৭ ডেইলি নিউজপেপার জানিয়েছে, জনপ্রশাসন অধিদপ্তর থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!