নিউজ ডেক্স : বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি বলেছেন, ‘মামলাটি এখনও তদন্তাধীন। আমাদের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। যত দ্রুত সম্ভব মামলাটির তদন্ত শেষ করার জন্য তাদের নির্দেশনা দিচ্ছি।’

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে। ঘটনার আড়াই বছর পেরিয়ে গেলেও এই আলোচিত হত্যাকাণ্ডের কোনো সুরাহা করতে পারেনি পুলিশ।
এদিকে বিমান বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘মামলাটি মাত্র আমাদের কাছে এসেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল অর্থাৎ বিমানটি তদন্তকারী কর্মকর্তা পরিদর্শন করেছেন। আলামত কাউন্টার টেরোরিজম ইউনিট জব্দ করেছে। আদালতের নির্দেশক্রমে সিআইডির ফরেনসিক ইউনিটে পাঠানো হবে। সুতরাং এই মুহূর্তেই মামলার অগ্রগতি নিয়ে বলার মতো কিছু নেই।’
এর আগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘এই দিনটির জন্য পুলিশ পরিবারের প্রত্যেক সদস্য অপেক্ষায় থাকেন। প্রতিটি জেলায় আমরা বার্ষিক পুলিশ সমাবেশ করি। এটি শুধু সমাবেশ নয়, এটি একটি মিলনমেলার মতো। প্রতিবছরই আমরা এই লক্ষ্য নিয়ে সমাবেশের আয়োজন করি, যেন সমাজের গণ্যমান্য ব্যক্তি, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ চট্টগ্রামে পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।