______ফিরোজা সামাদ______
বিষাদের সুর ছুঁয়ে যায় হৃদয় গহণ,
রক্ত শ্রাবণ অঝোরে গড়ায় অহর্নিশ,
বিমূর্ত জীবনকে মৌনতার রঙিন
চাদরের প্রতি পরতে পরতে
অাষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে অবিশ্বাসের ছায়া,
নিঃশ্বাসে প্রশ্বাসে বিষ ছড়ায়
যাপিত জীবনের অলিগলি !!
রক্তস্রোত অলিগলি পেরিয়ে
মিশে যেতে চায় মোহনায়,
তবুও মুক্তি নেই দুঃসহ যন্ত্রণার,
ওরা দেখিয়ে দিতে চায় উৎপত্তিস্হল,
যা মানবতা ভালোবাসা নামক
চাবি দিয়ে বন্ধ করা যায়না,
কারন ;
ওই শব্দ দুটিতে মরিচা পড়ে গেছে
অগোচরে সেই কবেই !!