Home | লোহাগাড়ার সংবাদ | বড়হাতিয়ায় যুবক খুন

বড়হাতিয়ায় যুবক খুন

571

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজির পাড়ায় ৪ অক্টোবর বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে। লোহাগাড়া থানার এসআই প্রভাত কর্মকার খুনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। নিহত যুবক আবু শরিফ (৩২) ওই এলাকার মৃত আবদুস ছমদের পুত্র। ঘাতক রমজান আলী (২০) একই এলাকার ভেট্টা মিয়ার পুত্র।

জানা যায়, ঘটনার সময় আবু শরিফের সাথে ভেট্টা মিয়ার স্ত্রীর সাথে গাজা কেনাবেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভেট্টা মিয়ার পুত্র রমজান আলী নিহত আবু শরিফকে আক্রমণ করে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। ফলে আবুল শরিফ মারাত্মকভাবে আহত হন।

এলাকাবাসীরা তাৎক্ষণিকভাবে তাকে লোহাগাড়া সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, এলাকাবাসীরা ভেট্টা মিয়ার পুত্র রমজান আলীকে আটক করে লোহাগাড়া থানায় খবর দেন। এসআই প্রভাত কর্মকার একদল ফোর্স নিয়ে রমজানকে লোহাগাড়া থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে থানার ডিউটি অফিসার এএসআই মোঃ আজিজুল হক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!