এলনিউজ২৪ডটকম : বৈদ্যুতিক খুঁটি পড়ে ভেঙ্গে গেছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর। মঙ্গলবার (১২ অক্টোবর) মাঝরাতে ঝড়-বৃষ্টির কারণে খুঁটি পড়ে এ সীমানা প্রাচীর ভেঙ্গে যায়। এতে হাসপাতাল এলাকা অনিরাপদ হয়ে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সামান্য ঝড়-বৃষ্টিতে হঠাৎ বৈদ্যুতিক খুঁটি পড়ে হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙ্গে যায়। ধারণা করা হচ্ছে, নিয়ম মোতাবেক স্থাপন না করায় বৈদ্যুতিক খুঁটিটি পড়ে গেছে। সকালে বিদ্যুৎ অফিসের লোকজন এসে খুঁটিটি পুণরায় একই স্থানে স্থাপন করে। দেখে মনে হচ্ছে, সামান্য ঝড়-বৃষ্টি হলে বৈদ্যুতিক খুঁটিটি পুণরায় পড়ে যাবে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম ছরওয়ার জাহান জানান, রাতে ঝড়-বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় পড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি পুণরায় স্থাপন করা হয়েছে। হয়তো সীমানা প্রাচীর পুরাতন ও নি¤œমানের কাজ হওয়ায় বৈদ্যুতিক খুঁটি পড়ে ভেঙ্গে গেছে। প্রতিটি খুঁটিই নিয়ম মোতাবেক স্থাপন করা হয় বলে জানান তিনি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, বৈদ্যুতিক খুঁটি পড়ে হাসপাতালের প্রায় ৫০ ফুট সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে। সীমানা প্রাচীর ভেঙ্গে যাওয়ায় ওই স্থান দিয়ে যেই কেউ অবাধে চলাফেরা করতে পারবে। এতে হাসপাতালের নিরাপত্তা বিঘিœত হবে।