নিউজ ডেক্স : বোয়ালখালীর কানুনগোপাড়ায় রোববার (২৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ সৃষ্টি দে (২৫) মারা গেছেন। ওয়াশরুমের লাইট জ্বালাতে গিয়ে সুইচবোর্ডের মাল্টিপ্লাগে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত দুইটার দিকে গুরুতর অবস্থায় মিনা মেম্বারের বাড়ির সুজিত দে’র স্ত্রী সৃষ্টি দে’কে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।