Home | দেশ-বিদেশের সংবাদ | বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ নেই !

বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ নেই !

bnp-003-20181218160844

নিউজ ডেক্স : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এতে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ থাকলেও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে বেগম খালেদা জিয়ার পক্ষে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারকাজ অব্যাহত থাকবে, এটা আমাদের মূল ইশতেহারে আছে। সংক্ষিপ্তভাবে ঘোষিত ইশতেহারে এটি হয়তো আসেনি।’

অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেন, ‘যুদ্ধাপরাধীর বিচার অব্যাহত থাকবে। জাতি হিসেবে আমাদের মূল বিষয় হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। এই স্বাধীনতার যারা বিরোধিতা করেছে এবং অপরাধ করেছে, তাদের বিচার চলমান থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!