এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রী কলেজের ৪০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক।

তিনি জানান, আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি বার আউলিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক, প্রতিষ্ঠা ও গৌরবের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুই দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, কেক কাটা, মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত অনুষ্ঠান, স্মৃতিচারণ, মিলনমেলা ও ফ্যামেলি ডে ইত্যাদি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বীরেন্দ্র দেবনাথ, অধ্যাপক সাইদুল আজিম চৌধুরী, শিক্ষার্থী পরিষদের সচিব এডভোকেট জসিম উদ্দিন, অভিভাবক সুভাষ চন্দ্র নাথ ও প্রেস ক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।