নিউজ ডেক্স : বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মংলুমাং মারমা (৪২)। আজ শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ত্রিশটিলা পাহাড়ের ঝিরি থেকে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা উসাচিং বাদী হয়ে রোয়াংছড়ি থানায় নিখোঁজ জিডি করেন। নিহত যুবক স্থানীয়ভাবে জায়গা জমি বেচাকেনার কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।” -আজাদী অনলাইন