ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ফজরের নামাজের পর সড়কের পাশে হাঁটার সময় মিনিট্রাকের চাপায় দুই শিক্ষকের মৃত্যু

ফজরের নামাজের পর সড়কের পাশে হাঁটার সময় মিনিট্রাকের চাপায় দুই শিক্ষকের মৃত্যু

নিউজ ডেক্স : কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার সরকারি কলেজের শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। ফজরের নামাজ আদায় শেষে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বোঝাই একটি মিনিট্রাক তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক স্কুল শিক্ষক।

আজ বুধবার (২৯ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬) এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫)। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ জানান, ভোরে ফজরের নামাজ আদায় করে তারা হাঁটছিলেন। এ সময় মাছবাহী মিনিট্রাকটি তাদের চাপা দিলে একজন ঘটনাস্থলে এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান।

খবর পেয়ে রামু থানার উপ পরিদর্শক মো. কামাল খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান। তিনি জানান-এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে। দৈনিক আজাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!