ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | প্রফেসর শওকত আলম চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন সচিব

প্রফেসর শওকত আলম চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন সচিব

S5-7

নিউজ ডেক্স : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর শওকত আলম। গতকাল (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে উল্লেখ করা হয়েছে। প্রফেসর শওকত আলম শিক্ষাবোর্ডের ১৯–তম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ১৮–তম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর আব্দুল মোবিন। চাকরির বয়স পূর্ণ হওয়ায় গত ২৮ ডিসেম্বর তিনি অবসরে যান। প্রফেসর আব্দুল মোবিনের অবসরের পর থেকে বোর্ড সচিবের পদটি এতদিন শূণ্য ছিল। গতকাল জারিকৃত শিক্ষামন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর শওকত আলম।

সচিব পদে নিয়োগ পাওয়ার আগ (গতকাল) পর্যন্ত তিনি শিক্ষাবোর্ডের উপ–পরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সহযোগী অধ্যাপক হিসেবে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর এ পদে যোগদান করেন তিনি। আর গতবছর (২০১৭ সালের ১৭ আগষ্ট) তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ শওকত আলম ১৯৯৩ সালে ১৪–তম বিসিএস’র শিক্ষা ক্যাডারে যোগ দেন। অর্থনীতি বিষয়ের মেধাতালিকায় তিনি তৃতীয় স্থান অর্জন করেন। ১৯৯৩ সালের ১৭ নভেম্বর গাছবাড়িয়া সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন শওকত আলম। পরে ১৯৯৬ সালে নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে, ২০০১ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ, ২০০২ সালে আবারো নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে যোগ দেন। পরবর্তীতে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে হবিগঞ্জের বৃন্দাবন কলেজ এবং ২০১১ সালে বান্দরবান সরকারি কলেজে যোগদান করেন। সেখান থেকে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ–পরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে প্রেষণে নিয়োগ পান। বোর্ডের উপ–পরিচালক থেকে গতকাল সচিব পদে নিয়োগ পেলেন তিনি। কয়েকদিনের মধ্যে বোর্ডের সচিব পদে যোগদান করবেন বলে জানিয়েছেন প্রফেসর শওকত আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!