ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | দাখিল পরীক্ষায় ওয়াইসী মহিলা মাদ্রাসার সাফল্য

দাখিল পরীক্ষায় ওয়াইসী মহিলা মাদ্রাসার সাফল্য

18281070_1659591917683161_279380549_n

নিউজ ডেক্স : লোহাগাড়া উপজেলার সুফী ফতেহ অালী ওয়াইসী মহিলা মাদ্রাসা থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্রীদের মধ্যে ২৭ জন এ গ্রেড ও ১৫ জন এ- গ্রেড লাভ করেছে। বিগত বছরগুলোর ন্যায় সফলতার ধারা অব্যাহত রাখায় প্রতিষ্টান প্রধান মাওলানা এম সোলাইমান কাসেমী সংশ্লিষ্ট শিক্ষক, পরিচালনা পরিষদ, ছাত্রী ও অভিভাবকদের অান্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!