Home | দেশ-বিদেশের সংবাদ | ড্রোন হামলায় নিহত লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূল অভিযুক্ত

ড্রোন হামলায় নিহত লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূল অভিযুক্ত

নিউজ ডেক্স : লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি হত্যার পেছনে থাকা খালেদ আল-মিশাই মঙ্গলবার এক ড্রোন হামলায় মারা গেছে বলে নিজেদের আনুষ্ঠানিক টুইটার পেইজ থেকে পোস্ট করে জানিয়েছে দ্য লিবিয়া অবজার্ভার।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো হয় টুইট করা পোস্টটি।

টুইটে উল্লেখ করা হয় লিবিয়ার খলিফা হাফতারের দলের মিলিশিয়া খালেদ আল-মিশাই ঘারিয়ান শহরের দক্ষিণাঞ্চলে লিবিয়ার বিমানবাহিনীর চালানো এক ড্রোন হামলায় নিহত হয়েছে।

টুইটে জানানো হয়, ২৬ জন বাংলাদেশি ও ৪ জন আফ্রিকান অভিবাসী হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন আল-মিশাই।

নিহত বাংলাদেশিরা সবাই অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন।

এরই মধ্যে অবৈধ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে র‍্যাব অন্তত তিনজনকে গ্রেফতার করেছে।

২৮শে মে লিবিয়ার মিজদা শহরে, যেই অঞ্চলটি লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের নিয়ন্ত্রণের বাইরে, অপহরণকারীদের গুলিতে নিহত হয় ২৬ জন বাংলাদেশি সহ ৩০ জন। বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!