এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের টংকাবতী সড়কের জামছড়ি ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক নুরুল আলম (৩৫) আহত হয়েছেন। তিনি পদুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, চরম্বার ইটভাটা থেকে ইট বোঝাই করে ট্রাকটি পদুয়া অভিমুখে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থলে জামছড়ি খালের উপর নতুন ব্রীজ নির্মাণের কাজ চলছে। বিকল্প ব্রীজ দিয়ে যানবাহন যাতায়াত করে। হয়তো অতিরিক্ত মালামাল পরিবহণের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান ইট বোঝাই ট্রাক উল্টে খাদের পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।