Home | ব্রেকিং নিউজ | চবির প্রক্টরিয়াল বডিসহ ৩ হল প্রভোস্টের পদত্যাগ

চবির প্রক্টরিয়াল বডিসহ ৩ হল প্রভোস্টের পদত্যাগ

নিউজ ডেক্স: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির সকল সদস্যবৃন্দ এবং তিনটি আবাসিক হলের হল প্রভোস্ট পদত্যাগ করেছেন।

আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রক্টর ও হল প্রভোস্টদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলমের নেতৃত্বে ১০ জন সহকারী প্রক্টর এবং আলাওল হলের প্রভোস্ট সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের প্রভোস্ট আলী আরশাদ এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শেখ সাদী পদত্যাগ করেছেন। তবে অফিস বন্ধ থাকায় আমি কারো পদত্যাগ পত্র হাতে পাইনি কিন্তু শুনেছি তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. অহিদুল আলম আজাদীকে বলেন, আমি আজ শনিবার সকাল ১১টায় আমার পদত্যাগপত্র উপাচার্যকে জমা দিয়েছি।

এদিকে গতকাল শুক্রবার (৯ আগস্ট) থেকে টানা দুইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু তাহের, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, উপ-উপাচার্য প্রফেসর ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। এ দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে চবির প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং আলাওল, এ এফ রহমান এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!