নিউজ ডেক্স: চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন ছৈয়দাবাদ স্ত্রী বিউটি আক্তারকে জবাই করে হত্যা করেছে স্বামী জমির উদ্দীন চৌধুরী। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।
জমির উদ্দীন চৌধুরী, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, ছৈয়দাবাদ স্ত্রী বিউটি আক্তারকে হত্যা করেছে স্বামী জমির উদ্দীন চৌধুরী। একইভাবে মাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন। আমরা গিয়ে মাকে উদ্ধার করেছি। জমির উদ্দীন চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে থানায় রয়েছে। -বাংলানিউজ