Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চালু হচ্ছে চলতি মাসেই

চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চালু হচ্ছে চলতি মাসেই

নিউজ ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দুটি নিয়মিত ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। চলতি মাসেই ট্রেন দুটির চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপ সচিব কামরুল হাসান এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছেন।

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ট্রেন দুটির চলাচল শুরু হবে। তবে কত তারিখ থেকে শুরু হবে সে বিষয়ে এখনো আদেশ পাইনি। পেলেই শুরু করব।’

রেল কর্মকর্তারা জানিয়েছেন, এ দুটি ট্রেন চালু হলে ‘ঈদ স্পেশাল নাইন’ বন্ধ হয়ে যাবে। রোজার ঈদ উপলক্ষ্যে গত বছরের ৮ এপ্রিল এই বিশেষ ট্রেনটি চালু করা হয়েছিল। দিনে একবার আসা-যাওয়া করা ট্রেনটি মাঝে কিছুদিন বন্ধ থাকলেও স্থানীয়দের দাবির মুখে পরে আবার চালু হয়।

নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে।

আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

ট্রেন দুটির মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে; যার মধ্যে রয়েছে- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে; এর মধ্যে আছে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু। এ দুটি ট্রেনই বন্ধ থাকবে প্রতি সোমবার।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!