নিউজ ডেক্স : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ নাছির উদ্দিন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টার দিকে আরফিন নগর এলাকার গ্রীন পার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান হাইওয়ে সংলগ্ন আরফিন নগরের সানমার মহানগর গ্রীন পার্কের প্রধান ফটক থেকে নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
নাছির উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।