ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে অনুপস্থিত ১০ শিক্ষকের একদিনের করে বেতন কর্তন

চট্টগ্রামে অনুপস্থিত ১০ শিক্ষকের একদিনের করে বেতন কর্তন

bg20180812220416

নিউজ ডেক্স : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের পরিদর্শনে নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত না থাকা চট্টগ্রামের দুই প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষকের একদিনের করে বেতন কাটার সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না- এমন তথ্য পেয়ে গত রোববার হঠাৎ স্কুল পরিদর্শনে যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছে ৯টা ১৫ মিনিটে নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। সেখানে গিয়ে তিনি দেখেন- স্কুলের আট শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া সাত শিক্ষকই ছিলেন অনুপস্থিত।

এরপর দুদক চেয়ারম্যান সীতাকুণ্ডের ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে দেখেন- ১১ শিক্ষকের মধ্যে দুজন অনুপস্থিত।

বেতন কাটার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা। তিনি বলেন, নগরের কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন এবং সীতাকুণ্ডের ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ ১০ জনকে প্রথমে শোকজ করা হয়। চিঠির মাধ্যমে তাদের বেতন কাটার বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!