
নিউজ ডেক্স : চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি খাল থেকে পরিচয়বিহীন একটি লাশ উদ্ধার করেছে চকরিয়া থানার পুলিশ। লাশটির বয়স অনুমানিক ৩৮ বছর থেকে থেকে ৪০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে ।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়রা শাহারবিল ইউনিয়নের শেষ সীমানার খালে এক যুবকের মরদেহ ভাসছে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাই তার মৃত্যু নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এরপরও সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সৈকত এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নোয়াখালীপাড়া বিচ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner