নিউজ ডেক্স : মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠালে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না। নুরুল হুদা (সিইসি) ছাত্র রাজনীতি করেছেন। পরে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সরকারি চাকরি হারিয়েছেন। ২০০৮ সালে নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রচারের দায়িত্ব দেয়া হয়েছিল। এসবের সব প্রমাণ আছে।
ইউনূস সম্পর্কে তিনি বলেন, ড. ইউনূস আমাদের গর্ব। সারা পৃথিবী তাকে সম্মান দিচ্ছে। আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাকে ব্যক্তিগতভাবে শত্রু চিহ্নিত করেছেন। কারণ, লোকে বলে নোবেল পুরস্কার নাকি আপনার প্রাপ্য ছিল।