______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______

বিশ্বাস করি না
পৃথিবী বিক্রি হয়ে গেছে,
কিছু মালিকানা আমার আছে।
শুরুতে ফিরতে হলে
যেতে হয় অনেকদূর।
সীমানার বাইরে
আঙুরলতার জীবন
দোল খায় উচ্ছাসে।
মহাকাব্যের মহাযজ্ঞে
ঘুম হারায় স্বপ্নে।
শুদ্ধ অনুভব করতে
ভুলের ভেতর যেতে হয়।
সত্যটা এঁকে নিয়ে
শিল্প জাগাতে
মুছতে হয় কিনারা!
প্রথম ফুলের কাঁটা
অতল গভীরে কাঁটে।
ভাবনার বাইরের বর্ষণ
ভেজায় বহুগুণ বেশি।
সাহসী হলে পৃথিবীর
সাধ্য নেই
বুড়ো করে!
