ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে বিভিন্ন অপারেটরের ভুয়া নিবন্ধিত ৫০০ সচল সিম জব্দ

চট্টগ্রামে বিভিন্ন অপারেটরের ভুয়া নিবন্ধিত ৫০০ সচল সিম জব্দ

sim-20181001134348

নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপারেটরের ভুয়া নিবন্ধিত ৫০০ সচল সিম জব্দ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

পুলিশ জানিয়েছে রোববার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর রেয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের সিদ্দিক এন্টারপ্রাইজ থেকে সিমগুলো জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে ভুয়া নিবন্ধিত সিম বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানকে (২৭) গ্রেফতার করা হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নগরীর রেয়াজউদ্দিন বাজারে বিভিন্ন অপারেটরের ভুয়া নিবন্ধিত সচল সিম বিক্রি করা হয়। এ তথ্যের ভিত্তিতে বাহার মার্কেটের সিদ্দিক এন্টারপ্রাইজে তল্লাশি চলিয়ে গ্রামীণফোনের ৩০০টি ও টেলিটকের ২০০টি সচল সিম উদ্ধার করা হয়। সিমগুলো মিথ্যা নাম ঠিকানায় নিবন্ধন করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ভুয়া নিবন্ধিত সচল সিম ব্যবহার করে বিভিন্ন সময় অপরাধমূলক কাজ ঘটানো হয়। অনেক ক্ষেত্রে জঙ্গি-সন্ত্রাসীরা এসব সিম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করে। এ ঘটনায় সিএমপির কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!