ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কম্বোডিয়ায় ভবন ধস, নিহত বেড়ে ১৭

কম্বোডিয়ায় ভবন ধস, নিহত বেড়ে ১৭

image-64199-1561188955

আন্তর্জাতিক ডেক্স : কম্বোডিয়ার সমুদ্র সৈকত এলাকায় শনিবার নির্মাণাধীন একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ২৪ জন। রবিবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর গ্লোবাল নিউজের।

এএফপি’র খবরে বলা হয়েছে, গতকাল সমুদ্র সৈকতের সঙ্গে লাগোয়া সিহানৌকভিল শহরে ৭ তলা বিশিষ্ট ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। এ সময় ভবনের ভিতরে নির্মাণ কর্মীরা ছিল। চীনের একটি কোম্পানি ভবনটির মালিক।

দেশটির পুলিশ জানায়, ইতিমধ্যে ভবনের চীনা মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। কম্বোডিয়ান ভূমিমালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

প্রিয়াহ সিহানৌক প্রদেশের গভর্নর ইউন মিন এএফপি’কে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি এবং ধ্বংস্তুপের ভিতরে লাশ দেখেছি।

গতকাল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ভবনটির ধ্বংস্তুপের ভিতরে ৩০ জনের বেশি লোক ছিল।’

গভর্নর ইউন মিন জানান, চীনের এক নাগরিক ভবনটির মালিক। তিনি কম্বোডিয়ার এক মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!