মোঃ এহসান উদ্দিন এ বছর চট্টগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ (গোল্ডেন এ+) পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে লোহাগাড়াবাসীর সেবা করতে চায়। তার জন্য সে লোহাগাড়াবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।
এহসান ২০১৭ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫, ২০১৫ সালে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ ও ২০১২ সালে চিটাগাং আইডিয়াল স্কুল থেকে পিইসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
মোঃ এহসান উদ্দিন লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আহমদ কবির সওদাগরের নাতী, মোঃ মহিউদ্দিন কবির ও রুজিনা আক্তারের পুত্র এবং নুরুন্নবী কবিরের ভাতিজা।