ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ে গেছে ২০ ঘর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ে গেছে ২০ ঘর

নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে ২০টি বসতঘর।

মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বালুখালীর ৯নং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাংলানিউজ

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক মৌলভির ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এপিবিএন ১৪ এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিস ও এপিবিএনের সদস্যরা।

চলতি বছরের ২২ মার্চ এই রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয়। বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!