Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় বনবিভাগের অভিযানে বিশাল অজগর উদ্ধার

উখিয়ায় বনবিভাগের অভিযানে বিশাল অজগর উদ্ধার

 IMG_20180121_213510
কায়সার হামিদ মানিক, উখিয়া : উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুর বিল ফজল্লা ঘোনা নামক এলাকা থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে উখিয়া বনবিভাগ।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় জনগণ অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয় মেম্বার নুরুল কবিরকে জানালে মেম্বার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকতা সাথে সাথে বনবিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠালে বিট কর্মকর্তা আমির হোসেন গজনবি সহ অন্যান্য বনকর্মীরা সাপটি ধরে সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে উখিয়া রেন্জ অফিসে নিজে আসেন।
উখিয়া রেন্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ধৃত অজগর সাপটি ৯ হাত লম্বা(১৪ ফুট) ও সাপটির ওজন প্রায় ৩৪ কেজি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান জানান, আমি কক্সবাজার জেলা বিভাগীয় বন কর্মকতার সাথে কথা বলেছি। ধৃত অজগর সাপটি জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী ন্যাচারাল পার্কে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!