কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার গহীন অরণ্য থেকে ধারালো অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র্যাব) সদস্যরা। সোমবার দিবাগত মধ্যরাতে কুতুপাংয়ের গহীন অরণ্যের মধুরছড়া ক্যাম্প থেকে দু’টি রাম দা, দু’টি কিরিচ, তিনটি ছোট দা ও চারটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-বি জোনের ব্লক ১-২ এর বাসিন্দা মৃত রফিকের ছেলে করিম (৪৬), একই ক্যাম্পের ব্লক এএ-বি’র মৃত হাবিবুল্লাহর ছেলে আমিন (২৬), একই ব্লকের নুর মোহাম্দদের ছেলে শাকের (২০), ব্লক ই-১ এর মৃত নুর আলমের ছেলে রশিদ (২১) ও নাইটংপাড়ার আবু বক্করের ছেলে নূর ইসলাম (২৬)।

২০ মার্চ মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুরছড়া এলাকায় একদল রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে সোপার্দ করা হয়েছে।