এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আধুনগর উচ্চ বিদ্যালয়ের কিছু সংখ্যক শীতার্ত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার বিদ্যালয় মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের আয়োজক ছিল লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা।
বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, সহকারী শিক্ষক যথাক্রমে অশোক কুমার দে, রুবি রাণী বড়–য়া, সংস্থার সাধারণ সম্পাদক এম এম আহমদ মনির, উপদেষ্টা সদস্য অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক ও নির্বাহী সদস্য মোঃ ইউসুফ।
