নিউজ ডেক্স : নগরীর আগ্রাবাদের গোসাইলডাঙ্গায় নির্মাণাধীন প্যাসিফিক কোম্পানির বহুতল ভবনে আগুন লেগেছে। আজ রবিবার (২৪ নভেম্বর) ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ওপর তলায় ওয়াল্ডিংয়ের কাজ করার সময় নিচের তলায় আগুনের হলকা পড়ে। এতে করে ভবনের তৃতীয় তলায় আগুনে লেগে যায়।