চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে আগামীকাল ১৮ ফেব্রুয়ারী সোমবার হতে ৫ দিনব্যাপী ৩২তম পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী (সাঃ) মাহফিল শুরু হতে যাচ্ছে।
প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ফতেহ আলী ফরায়েজী (রাহঃ) কর্তৃক প্রবর্তিত মাহফিলের উদ্বোধক কলাউজানের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা আহমদ কবির।
পশ্চিম কলাউজান এলাহী মোহাম্মদী (সাঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফরায়েজী সীরত মাঠে প্রতিদিন বাদে আছর হতে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তকরীর পেশ করবেন। আগামী ২২ ফেব্রুয়ারী শুক্রবার দিনগত রাত ১২টায় আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক মেম্বার সকল ধর্মপ্রাণ মুসলমানকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
মাহফিল সঞ্চালক মোঃ কায়েদে আজম সিরাজী জানান, ৪র্থ ও ৫ম দিবসে ধর্মপ্রাণ মুসলিম মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শুনার সু-ব্যবস্থা থাকবে। -খবর প্রেস বিজ্ঞপ্তির