Home | দেশ-বিদেশের সংবাদ | আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি

নিউজ ডেক্স: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি করেছেন জেলা আইনজীবী সমিতি।  

রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়। পরে শোক  র‌্যালি নগরের লালদীঘি, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, শহীদ মিনার ও সিনামা প্যালেস হয়ে পুনরায় কোর্ট হিলে এসে শেষ হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি (আজকে) করা হয়েছে।

আগামী বুধবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আইনজীবী অডিটোরিয়ামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শোক সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে।

এদিকে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ করে টানা ২ দিন আদালত বর্জনের কর্মসূচি পালন করা হয়েছিল। আজকে (রোববার) আদালতের কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

অন্যদিকে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া হয়ে কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হবে।

এর আগে, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় নিহত হন সাইফুল ইসলাম। তিনি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!