______ফিরোজা সামাদ______
নিশুতি রাতের অাঁধারের কোলে
মিটিমিটি তারা জেগে রয়,
কখনো বা চাঁদের চারপাশ জুড়ে
তার অমোঘ বাসনার সমাপ্তিতে,
নীরব প্রেমে জড়িয়ে থাকে অচেনা
মধুর অাড়াল কিছু কুয়াশা !!
চেনা অচেনা স্বপ্নেরা ভেসে ওঠে
চোখের তারায়
ক্লান্তি-অবসাদ-বিষাদ-বেদনায়
কেটে যায় সারা দিনমান,
সকাল সন্ধ্যায় রাত গভীরে
কিছু চেনা সুগন্ধি নাসারন্ধ্র ছুঁয়ে
রাতের মৌনতা ভেঙ্গে দিয়ে
অবচেতন মনকে জাগিয়ে রাখে
নিশিরাত !!
অতঃপর ;
দু’নয়ন অাকাশ মেঘলা হয়ে
বালুকাবেলা ঝরে পড়ে টুপটাপ
মুক্তোদানার মতো,
অতলান্তিক জোয়ারের ঢল হয়ে
এঁকেবেঁকে বয়ে চলে যায়
অাঁধারকে ভেদ করে শুধুমাত্র
এক টুকড়ো অালোর সন্ধানে !!