Home | শীর্ষ সংবাদ | অনন্ত প্রেম

অনন্ত প্রেম

38

_______ওয়ারদাতুল জিনান

যখন আমি হারিয়ে যাব গহীন প্রকৃতিতে
ছিন্ন হবে মায়ার বাঁধন- থাকবনা আর ভবে,
মন তখনও কাঁদবে আমার সাথী তোমার তরে
মৃত্যু পরেও যাবেনা মনটা কভু তোমায় ছেড়ে।
জীবনবাঁকে শরীরে তোমার ক্লান্তি যখন নামবে
অসাড় পায়ে থমকে দাঁড়ালে তীব্র রৌদ্রতেজে,
অদৃশ্য আমি মাথার ওপর থাকব ছাতা হয়ে
ক্লান্ত বদনে বুলাব পরশ হিমেল হাওয়া বেশে।
কুয়াশা ঢাকা স্নিগ্ধ প্রভাতে যখন হেঁটে যাবে
শিশির হয়ে তোমার চরণ দেব আমি ছুঁয়ে,
বাদলদিনে একলা ছাঁদে দাঁড়ালে আনমনে
বৃষ্টি হয়ে বদন তোমার দেব ভিজিয়ে।
গভীর নিশিতে যখন তুমি হারাবে ঘুমের দেশে
তোমার সাথে করব দেখা মধুর স্বপন মাঝে,
ঘুমপাড়ানি গান শুনাব গভীর ভালবেসে
স্বপ্নঘোরে তোমার সাথে হারাব আলাপনে।
উদাস চিত্তে যখন তুমি আমায় ভেবে কাঁদবে
অদৃশ্য দুহাত অশ্রু তোমার মুছবে সযতনে,
তোমার কাননে নিত্য যত ফুলকুঁড়িরা হাসে
সেই হাসি আর সুবাস মাঝে থাকব আমি মিশে।
সাঁঝেরবেলা ঝিঁঝিঁ হয়ে ডাকব ঝোপঝাড়ে
জোনাকির মত জ্বালাব আলো তোমার প্রাঙ্গণে,
গভীর রাতে শিমুল ডালে লক্ষ্মী পেঁচা ডাকলে
ভেবে নিও সে-ই আমি, ডাকছি তোমায় কাছে।
দুঃখ- কষ্টে আহত মনে যখন মুচড়ে পড়বে
ঠিক তখনই আমার দুহাত তোমায় আগলে রাখবে,
সব রং যদি যায় হারিয়ে তোমার জীবন থেকে
আমার মনের রঙে তোমায় তুলব রাঙিয়ে।
তোমার ডাকে কেউ না আসলে জীবন চলার পথে
আমি ঠিকই আসব সেদিন পথের দিশা হয়ে,
বাতায়ন পাশে দাঁড়াইও তুমি মন খারাপের দিনে
আমায় তখন খুঁজে পাবে তোমার অনুভবে।
সুখের ছোঁয়া ছড়িয়ে দেব তোমার তনু-মনে
চাইলে তুমি দেখতে পাবে আমায় কল্পলোকে,
পুরো পৃথিবী মুখ ফিরালেও আমায় পাশে পাবে
অনন্ত এ প্রেম থাকবে বেঁচে জনম-জনম ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!