ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ১৩ জুন শবেকদরের ছুটি

১৩ জুন শবেকদরের ছুটি

gov-md-20180605214124

নিউজ ডেক্স : পবিত্র শবেকদরের ছুটি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন পুনর্নির্ধারণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের নির্বাহী আদেশে এই ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে মঙ্গলবার আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রমজান মাস শুরু ধরে ১২ জুন শবেকদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবেকদরের পরের দিন সরকারি ছুটি থাকে।

কিন্তু এবার শাবান মাস ৩০ দিনে শেষ হয় এবং রমজান মাস শুরু হয় গত ১৮ মে। সে হিসেবে এবার শবেকদরের রাত হবে ১২ জুন। এজন্য শবেকদরের ছুটি পুনর্নির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।

ইসলাম ধর্ম মতে, হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত পার করেন।

এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে আগামী ১৫, ১৬, ১৭ জুন ঈদুল ফিতরের ছুটি থাকবে। অন্যদিকে রজমান মাসের ৩০ দিন পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ১৮ জুনও ঈদের ছুটি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!