ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজনের নামে মামলা

সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজনের নামে মামলা

নিউজ ডেক্স : অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে এই মামলাটি করে।

গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জালিয়াতির এই মামলায় হাসপাতালের আটক দু’জন ও পলাতক একজনকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদির (৩৩) নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলার নামধারী দুই আসামি গ্রেফতার আছে। এদিকে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ফয়সালকে গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!