ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

লোহাগাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

54727622_640144936435980_8897557540062101504_n

এলনিউজ২৪ডটকম : সারাদেশের ন্যায় আজ ২৪ মার্চ রবিবার সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্যাক’র উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসে এবারের প্রতিপাদ্য ছিল “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার”। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ’র নেতৃত্বে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্যাক’র কর্মকর্তারা বক্তব্য রাখেন।

55576781_640144166436057_7057512487242956800_n

জানা যায়, যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবসটি পালিত হয়ে থাকে। ১৮৮২ সালের এ দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার এবং এর রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!