Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় করোনা মোকাবেলায় তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী টিম গঠনের উদ্যোগ ইউএনও’র

লোহাগাড়ায় করোনা মোকাবেলায় তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী টিম গঠনের উদ্যোগ ইউএনও’র

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় আগ্রহী কিছু তরুণদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী টিম গঠনের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ।

শনিবার (২১ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডিতে ‘ইউএনও লোহাগাড়া’ এ ব্যাপারে একটি পোষ্ট করেছেন।

ইউএনও’র পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-

কে আছো জোয়ান, হও আগুয়ান…

প্রিয় লোহাগাড়া বাসী,

সালাম ও শুভেচ্ছা নিবেন। আমরা আপনাদের সহযোগিতায় করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছি। আমরা চাই যেকোন পরিস্থিতির জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে। এজন্য আমরা লোহাগাড়া উপজেলার কিছু উদ্যমী এবং দেশের জন্য কাজ করতে আগ্রহী কিছু তরুণদের নিয়ে একটা স্বেচ্ছাসেবী টিম গঠন করতে চাই। তাদের কে ট্রেনিং এবং ব্রিফিং দেয়া হবে কীভাবে ইমার্জেন্সি সিচুয়েশনে একযোগে কাজ করব।

যারা কাজ করতে ইচ্ছুক তারা নিম্নোক্ত তথ্য দিয়ে কমেন্ট করতে পারেন।

1. Name: 
2. Father’s Name: 
3. Village:
4. Ward:
5. Union:
6. Age:
7. Education:
8. Profession: 
9. Contact Number:
10. E-mail id: 
11. Any special skills:

আপনাদের এই তথ্য দিয়ে আমরা একটা ডাটাবেজ বানাবো এবং প্রতিটি ওয়ার্ডের জন্য একটা করে স্বেচ্ছাসেবী টিম রেডি রাখতে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুরোধক্রমে,
তৌছিফ আহমেদ
উপজেলা নির্বাহী অফিসার
লোহাগাড়া, চট্টগ্রাম।

আগ্রহী তরুণরা `Uno Lohagara’ ফেসবুক আইডির পোষ্টে কমেন্ট ও ইনবক্স করে চাহিত তথ্য প্রেরণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!