Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ার পঙ্গু নজরুলকে দেয়া কথা রাখলেন ইউএনও

লোহাগাড়ার পঙ্গু নজরুলকে দেয়া কথা রাখলেন ইউএনও

31945779_1654768594637930_1130135848403075072_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর হাজির পাড়ার পঙ্গু ভিক্ষুক নজরুল আর ভিক্ষা করবেন না। পঙ্গু নজরুলকে দেয়া কথা রাখলেন ইউএনও। উপজেলা “ভিক্ষুক পুনর্বাসন” প্রকল্পের আওতায় তাকে পুনর্বাসন করা হয়েছে। ভিক্ষুক থেকে হয়ে গেলেন ‘নজরুল কুর্লিং কর্ণার’র মালিক। আজ ৮ মে মঙ্গলবার বিকেলে চুনতি রাস্তার মাথায় তার কুলিং কর্ণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।

31967884_1654771834637606_9209826341363384320_o
পঙ্গু নজরুল বলেন, দীর্ঘদিন যাবৎ ভিক্ষা করে দিনযাপন করে আসছিলাম। পঙ্গু অবস্থায় ভিক্ষা করা খুবই কষ্টকর। লোকমুখে শুনেছি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ভিক্ষুকদেরকে স্বাবলম্বী করে দিচ্ছেন। আমিও ভিক্ষার মতো ঘৃণিত কাজ থেকে পরিত্রাণ পাবার জন্য ইউএনও মহোদয়ের সাথে দেখা করি। তিনি (ইউএনও) আমার কাছ থেকে জিজ্ঞেস করেছেন আমি কোন ধরণের ব্যবসা করতে পারবো। আমি ইউএনও মহোদয়কে বলেছি ‘চায়ের দোকান’ করতে পারবো। তারপর ইউএনও মহোদয় আমাকে একটি কুলিং কর্ণার করে দেয়ার কথা বলেছিলেন। আজ তা বাস্তবায়ন করেছেন ইউএনও মহোদয়। আমি ইউএনও মহোদয়ের কাছে কৃতজ্ঞ।

32150755_1654771574637632_7818391206726991872_o
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম সাংবাদিকদের বলেন, লোহাগাড়ার প্রায় শতাধিক ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। পঙ্গু ভিক্ষুক নজরুলকেও কুলিং কর্ণার করে দেয়া হয়েছে। সবার সহযোগিতা ফেলে আগামী কয়েক মাসের মধ্যে অন্যান্য ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!