ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সোয়া ২ লাখ ঘনফুট বালু জব্দ

লোহাগাড়ায় সোয়া ২ লাখ ঘনফুট বালু জব্দ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা ও চুনতি ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ১৪ হাজার ৭৮০ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ অক্টোবর) অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া বুড়া মেম্বার পাড়া হতে ৭৬ হাজার ঘনফুট, ৮ নম্বর ওয়ার্ডের সরই ব্রিজের উত্তর পাশ হতে ১২ হাজার ৬শ ঘনফুট, দক্ষিণ পাশ হতে ৭ হাজার ২৯০ ঘনফুট, পহরচান্দা সরই ব্রিজের পূর্ব পাশ হতে ৫৩ হাজার ৮২০ ঘনফুট, গৌড়স্থান লোকমানের দোকানের পিছন হতে ২৩ হাজার ৮৭০ ঘনফুট, গৌড়স্থান নয়া পাড়া হতে ৩০ হাজার ৪শ ঘনফুট ও চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া খানদিঘী এলাকা হতে ১০ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযানে পরিচালনা করা হয়। এ সময় বালুগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!