ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ

Bangladesh-Cricket-Team_01_01-05-2018

নিউজ ডেক্স : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আইসিসি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে এ তথ্য জানা গেছে।

এ হালনাগাদে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে ৫০ শতাংশ। সেখানেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে আট নম্বরে চলে আসে। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের আগে দুই দলেরই পয়েন্ট ছিল সমান, ৭২। ভগ্নাংশের ব্যবধানে ওপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্ট ড্র হলেও বাংলাদেশ উঠে যেত আটে। কিন্তু সেই ম্যাচ ২১৫ রানে হেরে গিয়ে হারাতে হয়েছিল সেই সুযোগ।

হালনাগাদের পর অবশ্য অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। চার পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ৭৫। অন্যদিকে ৫ পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৭।

হালনাগাদের পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আরও মজবুত হয়েছে ভারতের অবস্থান। তাদের বেড়েছে ৪ পয়েন্ট, দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৫ পয়েন্ট। ভারত এগিয়ে ১৩ রেটিং পয়েন্টে।

চার থেকে তিনে উঠে গেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তিন থেকে নেমেছে চারে। আর এক সময়ের পরাশক্তি, টানা প্রায় দুই যুগ টেস্ট সিরিজ হারেনি যারা, সেই ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো নেমে গেছে নয় নম্বরে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকায় ভারত পাচ্ছে ১০ লাখ ডলার পুরস্কার। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৫ লাখ ডলার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পাচ্ছে ২ লাখ ডলার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!