ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | ৭৫ পরবর্তী জনপ্রতিনিধিগণ সাতকানিয়া-লোহাগাড়াবাসীর ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছেন : ড. নদভী এমপি

৭৫ পরবর্তী জনপ্রতিনিধিগণ সাতকানিয়া-লোহাগাড়াবাসীর ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছেন : ড. নদভী এমপি

dr nadwi

নিউজ ডেক্স : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, বিগত সাড়ে চার বছর ধরে সাতকানিয়া লোহাগাড়াবাসীর কল্যাণে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্বাচনের পূর্বে জনগণের কাছে দেয়া অধিকাংশ অঙ্গীকার এবং প্রত্যাশা পূরণের কথা উল্লেখ করে বাকী সময়ের মধ্যে অবশিষ্ট অঙ্গীকার সমূহ বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বদান্যতায় এবং নিজের ঐকান্তিক প্রচেষ্টায় সাতকানিয়া-লোহাগাড়ায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের ফলে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরো বলেন, ৭৫’র রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ সাতকানিয়া লোহাগাড়াবাসীর ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছেন। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সাতকানিয়া লোহাগাড়ায় চলমান ব্যাপক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সচেষ্ট থাকবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গত ৩০ এপ্রিল ২০১৮ইং বিকেল তিনটায় স্থানীয় কানুরাম বাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ শেষ করার মাধ্যমে বিংশ শতাব্দীর উপযুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র ব্রত। বিগত সাড়ে চার বছরে মাননীয় সংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির নেতৃত্বে সাতকানিয়া লোহাগাড়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আসন থেকে বারবার নির্বাচিত বিএনপি জামাতের প্রার্থীরা জনগণের আশা আকাঙ্কার প্রতিফলন ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তারা কেবল জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা করেছে।

কলাউজান ইউনিয়নের চেয়ারম্যান এম.এ ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর উপ-কমিটির সদস্য মোহাম্মদ আবু বক্কর, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,  লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট,সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক মোরশেদুল আলম নিবিল। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক নুনু, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুচ, আমিরাবাদ ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আসাহাব উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল হাকিম, মোহাম্মদ জাফর আলম, সাংসদের একান্ত সহকারী সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসাইন শাহেদ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সরওয়ার কামাল, কলাউজান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, সাতকানিয়া যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল। এছাড়াও কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জনসভার পুর্বে সাংসদ ড. নদভী এমপি কলাউজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

ড. নদভী এমপি’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!