Home | দেশ-বিদেশের সংবাদ | রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ল

রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ল

নিউজ ডেক্স : নিরাপত্তার স্বার্থে বান্দরবানে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে অষ্টম দফায় নিষেধাজ্ঞার শেষ দিনে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দুটি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা নবম দফায় বাড়ানো হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে দুই মাস ধরে। সাঁড়াশি অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে প্রথম দফায় সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ১৮ অক্টোবর। নবম দফায় নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে অষ্টম দফায় নিষেধাজ্ঞার শেষ দিন ছিলো ২৭ নভেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!