ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মিরসরাইয়ে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত

মিরসরাইয়ে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত

accident-20180902114131

নিউজ ডেক্স : মিরসরাইয়ে একটি রেলক্রসিংয়ে বাস উঠে পড়লে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন।

আজ রবিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূইয়া জানান। বিডিনিউজ

তিনি জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ওই রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি বাস রেললাইনের উপর এসে পড়ে।

মিরসরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আজম জানান, ট্রেনের ধাক্কায় বাসটি উল্টে লাইনের উপর পড়ে। ওই অবস্থায় বাসটিকে ঠেলে প্রায় ৫০ মিটার সামনে নিয়ে ট্রেনটি থামে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহত সুনির্মল চাকমার (৫৫) বাড়ি খাগড়াছড়ি জেলায়। আহত ২২ জনের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর। চালকসহ মোট ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইনের উপর থেকে বাসটি সরিয়ে নেয়ার পর ভোর ৫টা ৫০ মিনিট থেকে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূইয়া জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!