Home | দেশ-বিদেশের সংবাদ | ঈদ উপলক্ষে শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

ঈদ উপলক্ষে শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

1473081652

নিউজ ডেক্স : মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪) জুন খোলা থাকবে।

একইসঙ্গে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে আগামী ২৪ জুন (শনিবার) বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত দু’টি পৃথক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতরের আগে গার্মেন্টস কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

এর মধ্যে আগামী ২৩ জুন (শুক্রবার) অর্ধদিবস (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) এবং ২৪ জুন (শনিবার) পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখতে হবে।

সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও ১৯ ডিসেম্বর ২০১৩ সালের সার্কুলার লেটার নং-২৭ পরিপালন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!