ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মহানবী (সা:) কে নিয়ে অবমাননাকর কথা বললে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী

মহানবী (সা:) কে নিয়ে অবমাননাকর কথা বললে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী

Sheikh-hasina

নিউজ ডেক্স : মহানবী (সা:) কে নিয়ে অবমাননাকর কথা বললে ছাড় দেয়া হবে না। তবে যেকোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে হবে জেনেবুঝে। রোববার (২০ অক্টোবর) গণভবনে যুবলীগের সাথে বৈঠকে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া চলবে না।

যুবলীগের আসন্ন সম্মেলন নিয়ে নির্দেশনা দিতে সংগঠনটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বৈঠকে ডাক পাননি চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ বিতর্কিত কেউ।

গণভবনে বিকেল ৫টার দিকে বৈঠক শুরু হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা পেয়ে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভোলায় সংঘর্ষের ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা জানান, একজন হিন্দুর আইডি হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যায় তখনই এসব ষড়যন্ত্র হয়। গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মহানবীর বিরুদ্ধে সত্যিই কেউ অবমাননাকর কিছু বললে ছাড় নেই।

যুবলীগকে গতিশীল গ্রহণযোগ্য করতেই এই বৈঠক উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সব সহযোগী সংগঠনের সাথেই বসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!