ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

(ফাইল ছবি)

(ফাইল ছবি)

নিউজ ডেক্স : উখিয়ায় ভুল চিকিৎসায় দরিদ্র মহিলার একটি গরুর বাছুরের অকাল মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উক্ত মহিলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এবিষয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে- রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়ার মির আহমদের স্ত্রী শাহানাজ বেগমের একটি গরুর বাছুর অসুস্থ হয়ে পড়ে। তিন মাসের উক্ত বাছুরের চিকিৎসার জন্য স্থানীয় রত্নাপালং গ্রামের জহিরুল ইসলামের ছেলে কথিত গরুর ডাক্তার শহিদুল ইসলামের শরনাপন্ন হয়। ওই ডাক্তার ভুল চিকিৎসার মাধ্যমে ইনজেকশন পুশ করলে তার বাছুরটি সাথে সাথে মারা যায়। এব্যাপারে স্থানীয়ভাবে সালিশ হলেও উক্ত ডাক্তার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন।

অবশেষে গত বৃহস্পতিবার দরিদ্র মহিলাটি ন্যায় বিচারের আশায় তার লালি গরু হত্যার ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার এবং কথিত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ডাক্তারের বৈধতা তদন্ত করে ব্যবস্থা নিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নিকট অভিযোগটি প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. শাহাবউদ্দিন বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য উভয়কে নোটিশ দিয়ে ডাকা হবে। এতে অভিযোগ প্রমাণিত হলে কথিত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!